সাড়ে ১৪ কোটি বছর পুরানো ৮২ ফুট লম্বা ডাইনোসরের দেহাবশেষ মিললো ইউরোপে
ডাইনোসরের কঙ্কাল ( Image- Institute Dom Luiz, Faculty of Science of the University of Lisbon) |
পুর্তুগালের
জীবাশ্মবিদরা সম্প্রতি একটি ডাইনোসরের কঙ্কাল খুজে পেয়েছে যা লম্বায় ৮২ ফুট এবং উচ্চতায়
৩৯ ফুট। ধারনা করার হচ্ছে, ইউরোপে পাওয়া ডাইনোসরের কঙ্কালদের মধ্যেই এটি সবছেয়ে বড়।
প্রাপ্ত ডাইনোসরের
কঙ্কাল পরীক্ষা করে গবেষকরা নিশ্চিত হয়েছেন ডাইনোসরটি আজ থেকে ১৫০ মিলিয়ন বছর পূর্বে
পৃথিবীর মাটিতে ঘুরে বেড়িয়েছে। এটি একটি তৃণভোজী ডাইনোসরের কঙ্কাল।
পুর্তুগালের
পম্বল শহরের কাছের একজন বাসিন্দা তার বাগানে খনন কাজ শুরু করেন। খনন শুরু করার পর বাগানের
মালিক ডাইনোসরের হাঁড়গুলো দেখতে পেয়ে তিনি লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে
যোগাযোগ করেন।
এই মাসের
শুরুর দিকে পর্তুগিজ এবং স্প্যানিশ জীবাশ্মবিদ যৌথভাবে উক্ত এলাকা খনন করেন এবং ডাইনোসরের
মেরুদন্ড এবং পাঁজরের হাঁড়গুলো খুজে বের করেন। প্রাপ্ত হাঁড়গুলো মধ্যে একটি তিন মিটার
লম্বা পাঁজরের হাঁড় রয়েছে। লিসবন ইউনিভার্সিটির
বিজ্ঞান অনুষদের জীবাশ্মবিদগন নিশ্চিত করেছেন উক্ত হাঁড়গুলো
জুরাসিক যুগের একটি ব্র্যাকিওসোরিড সরোপোড দলের ডাইনোসরের।
ডাইনোসরদের
মধ্যে সৌরোপড (Sauropods) দলের ডাইনোসরগুলো ছিলো আকারে সবছেয়ে
বড়। এরাই ছিলো স্থলভাগের সবছেয়ে বড় প্রানী।
লিসবন
ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের জীবাশ্মবিদগন এই ডাইনোসরের কঙ্গাল নিয়ে
গবেষণা করছেন। গবেষকদলের একজন এলিসাবেট মালাফাইয়া
বলেন, “এটিই ইউরোপে পাওয়া ডাইনোসরদের কঙ্কালদের মধ্যে সবছেয়ে বড় কঙ্কাল। একই যায়গায়
একটি প্রানীর সমস্ত পাঁজর খুজে পাওয়া বিরল ঘটনা। আমরা এইটা নিয়ে আরো গবেষনা চালিয়ে
যাবো”।
গবেষক দলটি
আগামী মাসে উক্ত এলাকার আশেপাশে আরো খন কাজ চালিয়ে যাবে।