পুরুষ বিড়ালের জন্য বাচাই করা সেরা ১০০টি ইংরেজি নাম

আপনার প্রিয় পুরুষ বিড়াল ছানাটার জন্য একটি নিখুঁত নাম খুঁজছেন অথচ মনের মতো করে কোন নাম খুজে পাচ্ছেন না?

চিন্তা করার দরকার নেই, আপনার সমস্যা সমাধানের জন্য ১০০ টি জনপ্রিয় পুরষ বিড়ালের ইংরেজি নামের তালিকা দিয়েছি। আশা করি এই ১০০টি নাম হতে আপনার পছন্দের নামটি খুজে পাবেন।

পুরুষ বিড়ালের জন্য সেরা ১০০টি ইংরেজি নাম
একটি পুরুষ আমেরিকান বুবটেইল বিড়াল
আমরা প্রায় সময় আমাদের প্রিয় পুরুষ বিড়ালের নামকরণ নিয়ে বিভ্রান্ত হই। কারন আমরা চাই আমাদের পুরুষ বিড়ালের জন্য একটি ইউনিক ও মানানসই নাম যা তার বৈশিষ্ট্যের সাথে মিল থাকে। আবার নামটি সবার পছন্দও হতে হবে যাতে সবাই তাকে সেই নামে ডাকতে স্বাচ্ছন্দ্য বোদ করে। সব দিক ঠিক রেখে একটি সুন্দর ও আনকমন নাম ঠিক করাটা আসলেই কষ্টকর হয়ে যায়। আবার অনেক নামের তালিকা থেকে একটি নাম খুজে নেওয়াটাও কষ্টকর কারন এতো নামের ভিড়ে কোনটা ভালো হবে তা নিয়ে নিজেদের মনে সংশয়ের সৃষ্টি হয়। 

একটি সুন্দর নাম শুধু মাত্র আপনার পুরুষ বিড়ালের জন্য না বরং সকল প্রানীর জন্য অনেক বড় একটি বিষয়। কারন এই নামটাই তার প্রাথমিক আইডেন্টি। যার মাধ্যমে সে অন্যের কাছে প্রাথমিক ভাবে পরিচিত হয়। একটি সুন্দর ও ইউনিক নাম তাকে সবার কাছে প্রিয় করে তুলতে পারে। তাই নাম নির্বাচনের সময় চিন্তা করতে হবে কোন নামটি ভালো হবে। কোন নামটি ইউনিক এবং তা সকলের কাছে প্রিয় হবে।

আবার প্রতিটি প্রানীর জন্য নামের ধরন আলাদা আলাদা। একটি পুরুষ কুকুরের জন্য আপনি যে নামটি নির্বাচন করবেন তা কোনদিন পুরুষ বিড়ালের জন্য পছন্দ করবেন না। আবার অনেক সময় বিড়ালের জাত ভেদে নামের মধ্যে বৈচিত্রতা দেখা  যায়। বড় জাতের বিড়ালের জন্য যে নামটি নির্বাচন করবেন তা কিন্তু ছোট জাতের বিড়ালের সাথে মানান সই হবে না। তাই আপনার পুরুষ বিড়ালের জন্য নাম নির্বাচন করার সময় অবশ্যই তার আকার, বর্ণ, জাত এবং স্বভাব দেখে তারপর নির্বাচন করবেন।

সব সময় চেষ্টা করতে হবে নামটি যেনো ইউনিক হয়। কারন আপনি যে নামটি নির্বাচন করেছেন তা যদি আপনার পাশের প্রতিবেশীর বিড়ালের নামের সাথে মিলে যায় তাখন আবার বড় সমস্যা। তাই সব সময় কমন নামগুলো বাদ দিয়ে কিছুটা আনকমন নাম নির্বাচন করাটাই উত্তম হবে। আর যদি ছেলে ও মেয়ে দুইটি বিড়াল থাকে তাহলে তাদের নামটি জোড়ায় মিল রেখে নির্বাচন করলে শুনতে ভালো লাগবে। আপনার বিড়ালের বাচ্ছা গুলো যদি সাদা রঙ্গের হয় তাহলে আপনি আমাদের এই পোস্টটি দেখতে পারেন। 

সাদা বিড়ালের জন্য ১৭০ জোড়া জনপ্রিয় ও আনকমন নাম

যাই হোক আপনার পুরুষ বিড়ালের নাম করনের সুবিধার্থে আমরা এইখানে ১০০টি ইংরেজি নামের একটি তালিকা দিয়েছি। ইংরেজি নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই নামগুলো কিছুটা আনকমন এখনো আমাদের সমাজে। তাই আনকমন নাম রাখতে চাইলে ইংরেজি বা ভিন্ন ভাষা হতে নামটি নির্বাচন করাটাই বুদ্ধিমানের কাজ হবে।

পুরুষ বিড়ালের জন্য সেরা ১০০টি ইংরেজি নাম

পুরুষ বিড়ালের জন্য বাচাই করা সেরা ও জনপ্রিয় নামের তালিকা করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে কারন কিছু কিছু নাম আছে যেগুলো অনেক সুন্দর কিন্তু বাংলা উচ্চারনে সমস্যা হয়। আবার কিছু নাম আছে যেগুলো উচ্চারন সুন্দর কিন্তু বাংলা অর্থ ভিন্ন হয়ে যায় কিংবা বিড়ালের নামের সাথে মানায় না। তাই এইখানে বাছাই করা সেরা ১০০টি নামের তালিকা দিলাম। যদিও কিছু কিছুর অর্থ বা উচ্চারনে কষ্টকর হতে পারে। যেহেতু এই ১০০টি নামের সবগুলোই ইংরেজি তাই আপনার পছন্দের নামটি আপনাকে নিজ দায়িত্বেই খুজে নিতে হবে।

পুরুষ বিড়ালের জন্য সেরা ১০০টি ইংরেজি নামের তালিকা নিম্নরূপ-


01.    Apollo (অ্যাপলো)
02.   
Cosmo (কসমো)
03.   Archie (আর্চি)
04.   Bear (বিয়ার)
05.   Bets (বেটস)
06.   Bandit (বেনডিট)
07.   Bruce (ব্রুসি)
08.   Blue (ব্ল)
09.   Beau (বেউ)
10.    Bob (বব)
11.    
Fresco (প্রেসকো)
12.   Buddy (বাড্ডি)
13.   Binx (বিনক্স)
14.    Bentley (বেন্টলি)
15.   Benny (বেন্নি)
16.   Buster (বাস্টার)
17.    Cosmo (কসমো)
18.   Calvin (ক্যালভিন)
19.    Cooper (কোপার)
20.   Charl (চার্ল)
21.   Casper (ক্যাসপার)
22.  Clyde (ক্লাইড)
23.  Chester (চেস্টার)
24.   Duke (ডিউক)
25.  Dexter (ডেক্সটার)
26.  Frank (ফ্রাংক)
27.   Fred (ফ্রেড)
28.  Fin (ফিন)
29.   Gizmo (গিজমো)
30.   Garf (গ্রাফ)
31.   George (জর্জ)
32.  Gusia (গুসিয়া)
33.  Harley (হার্লে)
34.   Harry (হেরি)
35.  Hope (হোপ)
36.  Henry (হেনরি)
37.   Jasper (জাসপার)
38.  Jacke (জ্যাক)
39.   Jackson  (জ্যাকসন)
40.   Joey  (জয়)
41.    Jax  (জেক্স)
42.   Jame  (জেম)
43.   Kitty  (কিটি)
44.   Louis  (লুইস)
45.   Loki  (লকি)
46.   Luke  (লুকি)
47.   Lambi  (লাম্বি)
48.   Lafing (লাফিং)
49.   Lotus (লোটাস)
50.   Lum (লাম)
51.   Louie (লুই)
52.  Leo (লিও)
53.  Lucky (লাকি)
54.   Midnight (মিডনাইট)
55.  Mose (মস)
56.  Merlin (মার্লিন)
57.   Milo (মিলো)
58.  Mickey (মিক্কি)
59.   Max (ম্যাক্স)
60.   Mike (মাইক)
61.   Olie (অলিও)
62.  Otis (অটিস)
63.  Oscar (অসকার)
64.   Oliv (অলিভ)
65.  Oreo (অরিও)
66.  Prince (প্রিন্স)
67.   Pepper (পিপার)
68.  Pumpkin (পাম্পকিন)
69.   Percy (পার্সি)
70.   Romeo (রোমিও)
71.    Rana (রানা)
72.   Roky (রকি)
73.   Sunny (সানি)
74.   Stan (স্টান)
75.   Simba (সিম্বা)
76.   Sylvester (সিলভেস্টার)
77.   Salem (সালেম)
78.   Sanny (সানি)
79.   Sebastian (সেবাস্তিন)
80.   Smokey (স্মোকি)
81.   Simon (সিমন)
82.  Shadow (স্যাডো)
83.  Sam (স্যাম)
84.   Theo (থিও)
85.  Teddy (টেডি)
86.  Tommy (টমি)
87.   Thomas (থমাস)
88.  Tux (টাক্স)
89.   Tiger (টাইগার)
90.   Tabby (টাবি)
91.    Tom (টম)
92.   Tigger (টিগার)
93.   Thor (থর)
94.   
Opera (অপেরা)
95.   Walter (ওয়ালটার)
96.   Ziggy (জিগি)
97.   Zeus (জিউস)
98.   Zim (জিম)
99.   
Nova (নোভা)
100. Frosty (র্ফোস্টি)

পুরুষ বিড়ালের জন্য এই ১০০টি নামের তালিকা হতে যদি আপনার পছন্দের নামটি খুজে না পেয়ে থাকেন তাহলেও সমস্যা নেই কারন আমাদের আরেকটি পোস্ট আছে বিড়ালের নামের জন্য। যেখানে আপনি বিড়ালের জন্য সেরা ৮০০ এর অধিক নামের তালিকা পাবেন। আশা করি সেইখান থেকে আপনার পছন্দের নামটি খুজে পাবেনই।

মন্তব্যঃ

সকল প্রানই সুন্দর। আর এই সুন্দরের সৌর্ন্দয আরো বেড়ে যায় একটি সুন্দর নামের কল্যানে।  তাই বিড়ালের নাম নির্বাচন করার ক্ষেত্রে একটি সুন্দর নামকে সব সময় অগ্রাধিকার দেওয়া উচিত। কেমন লাগলো এই তালিকাটা তা কমেন্টস করে জানাতে পারেন।  ধন্যবাদ

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous November 21, 2022 at 11:32 AM

    papa

Add Comment
comment url